শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গত কয়েকদিন ধরেই চলেছে বৃষ্টি। আজকেও বৃষ্টি থাকবে। সকাল থেকে কিছুটা মেঘে ঢাকা আকাশ। বেলা বাড়লে বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সাগরে থাকা নিম্নচাপ, উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে। অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত জোড়া অক্ষরেখা।
{link}
মঙ্গলবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। বুধবার পর্যন্ত সতর্কতাও জারি রয়েছে দক্ষিণবঙ্গে। অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।
{link}
এরপর বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
{ads}