শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এবার পুজোতে (Durga Puja 2025) কি বৃষ্টি হবে? এই প্রশ্ন মানুষের মনে। পুরো ভাদ্রমাস যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে শঙ্কিত পুজো কমিটিগুলো। সকাল হলেই আকাশের মুখ ভার, জমাট বাঁধা ঘন কালো মেঘ। আবার কখনও দিন শুরু হচ্ছে প্রবল বৃষ্টি দিয়ে। এই আবহাওয়াতেই যেন অভ্যস্ত হয়ে পড়েছে বঙ্গবাসী। এদিকে বাংলার শ্রেষ্ঠ উৎসব শুরু হতে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ঝলমলে রোদ আর পেঁজা তুলোর মতো শরতের মেঘ দেখার জন্য চোখ জুড়িয়ে যাচ্ছে বাঙালির।
{link}
তবে পরের পর নিম্নচাপের ঠেলায় দুর্গাপুজোও কি ভাসতে চলেছে ভারী বৃষ্টিতে? সেই আশঙ্কাই এখন সকলের মনে। কেমন থাকবে পুজোর সময় আবহাওয়া? হাতে বাকি আর মাত্র ২৩ দিন। তার আগে একের পর এক নিম্নচাপের জেরে বৃষ্টি অব্যাহত বাংলায়। তবে কি এবার পুজো কাটবে মাথায় ছাতা নিয়ে? আবহাওয়া দফতর বলছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, সিকিম এই সমস্ত জায়গায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা।
{link}
ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে মৌসুমি বায়ু। এবারেও তেমনটাই থাকার সম্ভাবনা। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে ততদিন। যদিও ষষ্ঠী থেকে দশমীর মধ্যে বৃষ্টি হবে কি না, সে পূর্বাভাস এত তাড়াতাড়ি দিতে পারছে না আবহাওয়া দফতর।
{ads}