header banner

Weather Report : ভালো ঠান্ডা পড়তে এখনও কিছুটা দেরি আছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার আবার শীতের মরসুম শুরু হয়েছে। মাঝে বুধবার ও বৃহস্পতিবার অনেকটা জলীয় বাষ্প ঢোকায় রাজ্যে শীত একটু থমকে গেছিল। শুক্রবার থেকে আবার উত্তুরে বাতাসের দেখা মিলেছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, (Weather Update) বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে তার কোনো প্রভাব এ রাজ্যে পড়তে পারে কি না তা অবশ্য জানা যায়নি।

{link}

তবে পরলেই তা খুবই সামান্য। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে না কলকাতাতে (Kolkata)ও। আপাতত গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতের সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ হেরফের হবে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা সহ বাকি জেলার আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এর জেরে বৃষ্টি হবে না।

{link}

এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়বে। আজও সকালের দিকে ব্যাপক কুয়াশা ছিল দক্ষিণবঙ্গের সর্বত্র। ভালো ঠান্ডা পড়তে এখনও কিছুটা দেরি আছে। অন্যদিকে উত্তরবঙ্গে জারি আছে কুয়াশার দাপট। সকালের দিকে পাহাড়ের খাঁজে খাঁজে জমছে ভালো কুয়াশা। উত্তরবঙ্গেও (North Bengal Weather) আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বাড়ছে শীতের দাপট। তবে গতবার এই সময় শীতের কামড় আরও জোড়ালো ছিল। এবারে কিছুটা দেরিতে ঠান্ডা পড়তে শুরু হয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে বেশ নেমেছে তাপমাত্রা। তবে উত্তরে সমতলে এখনও সেই অর্থে ঠান্ডা পড়ে নি।

{ads}

News Breaking News Weather News Weather Report Weather Update Winter West Bengal সংবাদ

Last Updated :