শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলায় থেকে বিদায়ের মুখে শীত। দিনের বেলায় ঠান্ডার আমেজ উধাও। রাতের বেলাতেও বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। তারপর তাপমাত্রা সামান্য কমতে পারে। মাসের শেষ দিন সকালে হাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারির শুরুতে ২/৩ দিন একটু ঠান্ডার আমেজ আসতে পারে। তারপর স্থাইভাবে শীতের বিদায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশ উপকূল লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
{link}
ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে আগামী ২ এবং ৩ ফেব্রুয়ারি বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলা। এদিকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ এর ঘরে পৌঁছে যেতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। তারপর পরবর্তী দুই দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়বে। বিদায় নেবে শীত।
{link}
আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে ফেব্রুয়ারি বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সরস্বতী পুজোর দিনে ভিজতে পারে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে (North Bengal Weather)। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার সতর্কতা জারি রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে ফেব্রুয়ারী থেকে। ইতিমধ্যে গাছে গাছে পলাশ, কৃষ্ণচূড়া ফুল ফুটতে শুরু করেছে।
{ads}