শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রচণ্ড উষ্ণতায় নাজেহাল অবস্থা। কাঠফাটা রোদ আর গুমোট আবহাওয়া থেকে মিলতে পারে বেশ কিছুদিনের স্বস্তি। আসতে পারে ঝড় ও বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শীঘ্রই নামবে ঝমঝমিয়ে বৃষ্টি।
{link}
দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে হালকা ঝড়, বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
{link}
আগামী মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মালদা-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
{ads}