শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : তীব্র গরমের মধ্যে বৃষ্টির পূর্বাভাস আছে। শনি ও রবি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভালো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।শনিবার আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৭০ কিলোমিটার।
{link}
সকালের দিকে সেভাবে বৃষ্টি না হলেও বিকেল গড়াতেই বদলাবে পরিস্থিতি। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মূলত নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখী ঝড়ের অধিক সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া,বাঁকুড়া,হুগলিতে। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার এবং রবিবার দফায় দফায় চলবে ঝড়-বৃষ্টি। এরপর সোমবার কিছুটা দুর্যোগ কমতে পারে।
{link}
আর মঙ্গলবার থেকে ফের পরিষ্কার আকাশ দেখা যাবে। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে কিছুটা। সোমবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে। এরপর আগামী সপ্তাহের মাঝামাঝিতে তাপমাত্রা ফের বাড়া শুরু হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অধিক ঝড়-বৃষ্টির প্রভাব রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হচ্ছে কিছু কিছু জেলায়। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা।
{ads}