শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সারা বাংলাজুড়ে কমবেশি বৃষ্টি হলেও গরম ততটা কমছে না। কিছুটা গরম অবশ্যই কমেছে। কিন্তু বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকায় অস্বস্তি রয়ে গেছে। সেই পরিস্থিতিতেই আজকে আবার বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখী ঝড় উঠতে পারে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
{link}
বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়ায়। এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টির পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
{link}
সোমবারও আংশিক মেঘলা থাকবে আকাশ। মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলাবে। আকাশ ক্রমশ পরিষ্কার হবে, একইসাথে তাপমাত্রা বাড়বে। আপাতত দু-তিনদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অন্যদিকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও (South Bengal Weather)। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি এবং মালদা ও দুই দিনাজপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস বইবে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
{ads}