header banner

দশে নামলে হবে কি ?

article banner

রাজ্যজুড়ে শীতের আমেজ অব্যাহত। বিগত এক সপ্তাহে যে দ্রুত গতিতে তাপমাত্রার পারদ নেমে চলেছে তাতে এইবার তিলোত্তমাতে দশ ডিগ্রির নিচে তপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল । পরিবেশ দূষণের মাত্রা অন্যবারের তুলনায় অনেকটাই কম এবং এরপর যদি দীপাবলিতে বাজি না ফাটে তাহলে জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে।
সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমেছে কলকাতায়।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে নেমে ৩০.১ ডিগ্রী। আগামী দুই থেকে তিন দিন  এই শীতের আমেজ বজায় থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন আংশিক মেঘলা আকাশ হতে পারে রাজ্যের বেশ কিছুটা অংশে। মেঘমুক্ত আকাশের ফলে পারদ যেমন নামছে তেমনি আংশিক মেঘলা আকাশ হলেই পারদ কিছুটা চড়বে। বুধবার থেকে তিন চার দিনের তাপমাত্রা  বাড়তে পারে। তবে রাতেও ভোরের দিকে শীতের আমেজ থাকবে।
কলকাতায় সর্বোচ্চ জলীয়বাষ্প ৯৫ শতাংশ হওয়ায় দুপুরের দিকে কিছুটা শীতের আমেজ কম থাকবে । দুপুরের দিকে গরম একটু বাড়বে সন্ধ্যার পর আবার তাপমাত্রা কমবে । {ads}
 

Kolkata West Bengal India Cold Decrease Temperature

Last Updated :