শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ভারি বৃষ্টি। চরিদিক কালো মেঘে আচ্ছন্ন। এই অবস্থা আরো দুএকদিন চলবে। শনিবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, গোটা দক্ষিণবঙ্গেই আজ দুর্যোগের আশঙ্কা। ঝোড়ো হাওয়ার জেরে আজ উত্তাল থাকতে পারে সমুদ্র। যার জেরে সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্যে।
{link}
আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব অসমের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত।
{link}
কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল জারি থাকবে হলুদ সতর্কতা। যার জেরে প্রায় চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।
{ads}