header banner

Weather: গ্রীষ্ম ও বর্ষার মতো শীতও বেশ জমিয়ে পড়বে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  এবার আর দেরি নেই। এমনিতেই কিছুটা দেরি হয়েছে। শীত ঢুকলো বলে। এখনই সকালের দিকে বেশ কিছুটা ঠান্ডা হইয়া থাকে। সেই অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তাদের আজকেই আবহাওয়ার রিপোর্ট।

{link}

আজ থেকেই পারদ নামবে। শনি ও রবিবার পারদ বেশ কিছুটা নামবে বলেই হাওয়া অফিস জানিয়েছে। উত্তরে হাওয়া ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলোতে প্রবেশ করা শুরু করেছে। বিশেষকরে পুরুলিয়া ও বাঁকুড়ায় ঠান্ডা পড়েছে। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শীত শীত ভাব অনুভব করা যাচ্ছে। উত্তর-পশ্চিম হাওয়ার দাপটের ফলে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।সেই ঘামের দিন শেষ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা অনেকটা আজ থেকেই নামবে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

{link}

অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ে হাল্কা বৃষ্টির সম্ভাবনা ছিল, তা আপাতত নেই। সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা চোখে পড়ছে। ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল এবার গ্রীষ্ম ও বর্ষার মতো শীতও  বেশি পড়বে।

{ads}

news breaking news Weather report winter summer monsoon season সংবাদ

Last Updated :