শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আবহাওয়া অফিস জানাচ্ছে ফের ফুঁসছে নিম্নচাপ। বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলায়। সোমবার অধিক বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে।
{link}
এই সব জেলায় বজ্র বিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা (Kolkata) সহ দক্ষিনবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর মঙ্গলবারও ফের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজও আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দোসর হতে পারে ঝড়ো হাওয়া। উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝড়ও বয়ে যেতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা নেই যদিও। বুধবার থেকে বৃষ্টি বাড়বে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে।
{link}
ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকের উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে। এরপর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে। বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। সবমিলিয়ে আপাতত বৃষ্টি চলবে রাজ্যে।
{ads}