শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ফের নিম্নচাপের জন্য বৃষ্টির সতর্কতা। বৃষ্টি এখনই শেষ হচ্ছে না বাংলা থেকে। পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাব মূলত ওড়িশায় পড়লেও নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গেও কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঝমঝমিয়ে বৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝোড়ো হাওয়া বইবে।
{link}
অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা (Kolkata), উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে। এরপর শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদে। রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। রবিবার অধিক বৃষ্টিপাত হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
{link}
অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে।