শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। রবিবার কমবেশি সব জেলাতে প্রবল বৃষ্টি হয়েছে। প্রবল জল জমেছে কলকাতায় (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে আজ, সোমবার ভাসবে সারা বাংলার অনেক জেলা। নিম্নচাপের জেরে আজ, সোমবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
{link}
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের (Bangladesh) উপরে তৈরি নিম্নচাপের জেরে আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত দিনকয়েক ধরেই নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায়। সেই প্রভাব এখনও বর্তমান। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজও। এই মুহূর্তে নিম্নচাপ ঝাড়খন্ড (Jharkhand) থেকে ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে।
{link}
মনে করা হচ্ছে মঙ্গলবার থেকে বাংলায় বৃষ্টি কিছুটা কমবে। তাপমাত্রা অনেকটাই কমেছে। এদিকে, বৃষ্টি শুরু হতেই বাড়ছে প্লাবনের আশঙ্কা। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডিভিসিও জল ছাড়ছে। এর ফলে গঙ্গার পার্শ্ববর্তী হাওড়া, হুগলীতে প্লাবনের সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি চলেছে। দার্জিলিং ও কালিংপঙে আজকে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। অন্যান্য জেলাতেও মাঝারি বৃষ্টিপাত হবে।
{ads}