শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এবার পারদের পতন শুরু হয়েছে। উত্তুরে বাতাস জানান দিচ্ছে যে সে আসছে। সকালের দিকে বেশ কুয়াশা। রাস্তায় দৃশ্যমানতার অভাব। তবে শীতের আগমন বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। মঙ্গলবার আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা হেরফের। তবে তার পর থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
{link}
পাশাপাশি আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্যে। হাওয়া অফিস সূত্রে জানা খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু-তিন দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহের শেষে পারদ পতন হবে। ফিরবে শীতের আমেজ। বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটা নামার সম্ভাবনা। ৬ ডিসেম্বর থেকে এক ধাক্কায় পারদ পতনের পূর্বাভাস। ৯ ডিসেম্বরের পর কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বলে পূর্বাভাস।
{link}
১২ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। বৃষ্টির বড়ো কোনো খবর নেই। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। তবে আজ ও আগামীকাল সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই এই সময়ে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের কিছু অংশে বৃষ্টি হতে পারে।
{ads}