শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার রীতিমত শীতের আমেজ অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গে। শীত জাঁকিয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর (Weather Department) বলছে, আগামী কয়েকদিন শীতের ভরপুর আমেজ থাকবে রাজ্যে। এদিকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে দাপট দেখাচ্ছে কুয়াশা।
{link}
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আজ ও আগামীকাল তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। তবে ২৪ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে আরও। কিছু জেলায় ২ থেকে ৩ ডিগ্রি রাতের পারদ পতনের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। ২৬ ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমবে। আগামী কয়েকদিন উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা অবশ্য আপাতত নেই। আগামী সাতদিন রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। অধিকার কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারেরও নীচে নেমে যেতে পারে। ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে।
{link}
অন্যদিকে উত্তরবঙ্গে ঠান্ডা রীতিমতো কাবু করছে। আপাতত তাপমাত্রার বড়সড় পতন না হলেও বড়দিনের পর থেকে আরও নামবে পারদ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শীতের দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে অধিকাংশ জেলাতেই। দার্জিলিং জেলা ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় রাতের তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।
{ads}