শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এবার পুজোতে বৃষ্টি হবে বলেই আবহাওয়া অফিসের বার্তা। স্বাভাবিক কারণেই চিন্তিত আম বাঙালি। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন ছত্তীশগড় থেকে মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে। কয়েক ঘন্টার মধ্যে তা পূর্ব মধ্যপ্রদেশে স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা বাংলার কাছাকাছি চলে এসেছে। ওড়িশার চাঁদবলি হয়ে তা উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত। এর জেরে আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর সূত্রের।
{link}
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানেও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ বৃষ্টির দাপট কিছুটা কমলেও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। এতে গরম ও অস্বস্তি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
{link}
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) পুজোর আগে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও গরম ও অস্বস্তি কিছুটা ভোগাবে সাধারণ মানুষকে। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, পুজোর আগে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা রোদ-বৃষ্টি মিশ্রিত পরিস্থিতি তৈরি করবে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
{ads}