শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পারদের পতন এবার অনুভূত হচ্ছে। বেশ দ্রুত উত্তুরে বাতাস মনোরম পরিবেশ তৈরী করেছে। এবার শীতের আবহাওয়া শুরু হয়েছে। শনিবার আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, শীতের আমেজ রাজ্য জুড়ে। আগামিকাল, রবিবার থেকে হাওয়া পরিবর্তন হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই পরিবর্তন। উত্তর পশ্চিমের হাওয়ার বদলে দক্ষিণ-পূর্বের হওয়ার দাপট থাকবে। এই দুই বাতাসের সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে।
{link}
আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা এবং তাপমাত্রা বাড়বে রবি ও সোমবার। তবে আজ বেশ ঝকঝকে প্রকৃতি। মানুষ শীতের আমেজ নিতে রাস্তায় নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরে আবার পারদ চড়বে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায়। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
{link}
আজ, শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এ ছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পাহাড়ে ঠান্ডা বেশ জমিয়ে পড়েছে। দু'এক দিনের মধ্যে দার্জিলিং-এ তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের আট জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে ফের নিম্নমুখী হবে পারদ
{ads}