header banner

Weather News : সারা বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সারা বাংলা জুড়ে একটা বৃষ্টির পরিবেশ তৈরী হয়েছে। সেভাবে বড়ো বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। উত্তরেও ভালো বৃষ্টি হয়েছে। বুধবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, একদিকে পশ্চিমী ঝঞ্ঝা। অপরদিকে গাঙ্গেয় বঙ্গের উপর বিস্তৃত অক্ষরেখা। জোড়া ফলার জেরে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে।

{link}

বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। আর তাই বুধবারেও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত আপাতত বৃষ্টি চলবেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বুধবার ঝড়ের সম্ভাবনা তেমন না থাকলেও বৃষ্টি হবে। তবে তাও খুব বেশি নয়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ও শুক্রবার বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী ২ দিন ঝড়ও হতে পারে। বাদ নেই কলকাতাও। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে।

{link}

বুধবারও কলকাতায় মোটের উপর মনোরমই থাকবে আবহাওয়া। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।

{ads}

News Breaking News Rain West Bengal Weather News Weather Report Weather Update Kolkata সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article