শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা বৃষ্টি। কোথাও আবার উঁকি দিচ্ছে রোদ। তবে ভ্যাপসা গরম চরমে। আবহাওয়া দপ্তর বলছে, বুধে দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া অফিসের আপডেট, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে। বৃষ্টি হবে শনিবার পর্যন্ত। আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই ২৪ পরগনায় অধিক বৃষ্টির সম্ভাবনা। এই সব জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
{link}
পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা (Kolkata)-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার ও শনিবারও বৃষ্টি চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুত সহ বৃষ্টির হবে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়েই। শহর কলকাতাতেও আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হালকা বৃষ্টিতে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে।
{link}
অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বুধে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরুদুয়ারে। ভারী বর্ষণের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহারে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর বৃহস্পতিবার ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।
{ads}