শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : রবিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যাতে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরী হয়েও শেষ পর্যন্ত বৃষ্টি হয় নি। ওদিকে তাপমাত্রা বেড়ে চলেছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বিকেল বা সন্ধ্যের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী ১৯ মার্চ পর্যন্ত তাপপ্রবাহ চলবে রাজ্যের একাধিক জেলায়।
{link}
বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সাথে বইবে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া।
{link}
দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা। আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকায় তাপমাত্রা সামান্য নামতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই ডিগ্রি সেলসিয়াস মত বাড়তে পারে। উত্তরের কোনো কোনো জেলায় ৩৭-৩৮ ডিগ্রির পাশাপাশি পৌঁছে যেতে পারে তাপমাত্রা।
{ads}