শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গত কয়েকদিন ধরে সারা রাজ্য জুড়ে চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত। আজ বুধবারও বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেই জানা গিয়েছিল, এই বছর জুনের প্রথম সপ্তাহে বাংলায় বর্ষা ঢুকতে পারে।
{link}
তার আগে ২৭ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে রাজ্যে এখন প্রাক-বর্ষা বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বহু জেলায় বর্ষণ চলছে। সপ্তাহভর এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে, আজ রাজ্যের প্রত্যেকটি জেলার বহু স্থানে বৃষ্টি হবে। আগামীকালও দক্ষিণবঙ্গের (South Bengal) প্রত্যেকটি জেলার অধিকাংশ জায়গায় বর্ষণের পূর্বাভাস রয়েছে।
{link}
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ও শুক্রবার রাজ্যের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সেই সঙ্গেই নদীর জলস্তরও বৃদ্ধি পেতে পারে। আগামীকাল থেকে উত্তরের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
{ads}