শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি আছে। এবার কিছুটা বৃষ্টি কমবে। তবে আজ বৃষ্টির পূর্বাভাস আছে। শনিবার হাওয়া অফিস জানাচ্ছে, আজও একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার বদলের কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হবে।
{link}
ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা থাকবে আকাশ। শনিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যেই।
{link}
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল রয়েছে। তাই শনিবার পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। পর্যটকদের উপকূলবর্তী এলাকায় ঘুরতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে নিম্নচাপের জেরে আজ ভিজতে পারে উত্তরবঙ্গের (North Bengal Weather) কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার। ভারী বৃষ্টি না হলেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর রবিবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে।
{ads}