header banner

Weather Report : আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : খাতায়-কলমে বর্ষা (Monsoon) বিদায় নিলেও বৃষ্টি থেকে বাংলা কিন্তু এখনই রেহাই পাচ্ছে না। মঙ্গল ও বুধবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টি এখনই বন্ধ হচ্ছে না। আরও কয়েকদিন মাঝে মাঝেই  বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে।

{link}

যার অভিমুখ তামিলনাড়ু (Tamil Nadu) ও পণ্ডিচেরি (Pondicherry) উপকূলের দিকে। তবে এর জেরে বাংলায় প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। পরোক্ষ প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। রবিবার নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হাওড়া (Howrah), হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

{link}

কোথাও ভারী বৃষ্টি হবে না আপাতত। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অধিক বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে কলকাতাতেও। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধীরে ধীরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আবহাওয়ার পরিবর্তন হবে। তবে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস।

{ads}

News Breaking News Weather Update Weather Report Monsoon Tamil Nadu Pondicherry South Bengal Weather Howrah Hooghly North 24 Parganas South 24 Parganas East Medinipur West Medinipur Jhar

Last Updated :