header banner

Weather Update : নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি। আজ সকাল থেকেই আলো -ছায়ার খেলা শুরু হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ যথেষ্ট ঘনীভূত হয়েছে। তারই প্রভাবে বেশ কয়েকটা জেলায় বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও আজ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২১ জুলাই দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা (Kolkata) সহ অন্যত্র বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে।

{link}

 

 আলিপুর আবহাওয়া অফিস আজকের রিপোর্টে জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টির (৭ থেকে ১১সেন্টিমিটার) পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) ও ঝাড়গ্রামে (Jhargram)। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই দুই জেলার সর্বত্র ভারী বৃষ্টি হবে না। নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাগর উত্তাল হয়ে উঠতে পারে। আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া (Howrah), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), বাঁকুড়ায় (Bankura) আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

{link}

রবিবার ছুটির দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়ও হতে পারে। উত্তরবঙ্গ থেকে সাময়িকভাবে মৌসুমী বায়ু বিদায় নিলেও কিছু অঞ্চলে আজও বৃষ্টি হবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। এরপর রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে। এবার উত্তরবঙ্গে তাপমাত্রা (temperature) বৃদ্ধি পাবে।

{ads}

News West Bengal Breaking News Weather Report Weather Update Rain Monsoon South Bengal Kolkata Jhargram Paschim Medinipur Fishermen Howrah Hooghly Purulia Bankura temperature সংবাদ

Last Updated :