শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কখনো ঝালমলে রোদ আবার কখনো বৃষ্টি - এই নিয়েই শুরু হয়েছে শুক্রবারের সকাল। বৃষ্টি চলবে আজ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্র। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছিলই। এবার আরও বৃষ্টি বাড়ার পূর্বাভাস। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। জানাল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। আজ বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
{link}
বাংলার উপর ছড়িয়ে আছে মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবে দুই বঙ্গেই চলবে বৃষ্টি। কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি হবে না। তবে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ডের (Jharkhand) কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। যার জেরে বৃষ্টি হচ্ছে। আরো ভারী বৃষ্টির সম্ভাবনা।
{link}
তবে আজ উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে শনিবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে তিন জেলায়।
{ads}