header banner

বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রাকে সঙ্গী করে চলার পর অবশেষে স্বস্তির বৃষ্টি

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে স্বস্তির বৃষ্টি বাঁকুড়ায়। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সোমবার বৃষ্টির দেখা মিললো বাঁকুড়ায়। এদিন বিকেলের পর আকাশ কালো মেঘে ঢেকে যায়। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। হাঁফ ছেড়ে বাঁচেন জেলাবাসী। প্রসঙ্গত, গত সপ্তাহেই লাল মাটির জেলায় তাপমাত্রার পারদ চরমে ওঠে। সর্বোচ্চ ৪৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাকে সঙ্গী করে বিশ্বে সপ্তম উষ্ণতম স্থানের শিরোপা আদায় করে নেয় এই জেলা। এদিনের এই বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জেলাবাসী। আপাতত কয়েক দিন আবহাওয়া অনুকুলেই থাকবে বলে তারা আশাবাদী।
{link}
এই মারাত্মক তাপপ্রবাহ অবশেষে হ্রাস পাচ্ছে। তার সাথে স্বস্তি পাচ্ছে মানুষ ও জীবজন্তু। বৃষ্টির পরে আবহাওয়া সত্যিই শান্ত। আর্দ্রতাও কমে গেছে। এখন আর নিস্তেজ হয়ে পরবে না কেউ।  
{ads} 

bankura west bengal weather rain peace news সংবাদ

Last Updated :