header banner

Cyclone : উপকূলের দিকে ধেয়ে আসছে রেমাল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল । ক্রমেই তা ধেয়ে আসছে উপকূলের দিকে। এখনও পর্যন্ত আবহাওয়াবিদদের যা ধারণা, তাতে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের উপকূলের মাঝের কোনও জায়গায় গিয়ে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়ার তুমুল আশঙ্কা এরাজ্যেও।

{link}

ইতিমধ্যেই জোরকদমে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় গুলিতে খোলা হয়েছে কন্ট্রোলরুম । ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের উপকূল তীরবর্তী ত্রাণ শিবির গুলি শেষ বেলার প্রস্তুতির কাজ মজুত রাখা হচ্ছে শুকনো খাবার ও পানীয় জল।সময় যত এগোচ্ছে ততই শক্তি নিয়ে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়।এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের উপকূলের দুই জেলায় চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে।

{link}

পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে স্থানীয়দের সতর্ক করতে চলছে মাইকিং। সাগরদ্বীপ, কাকদ্বীপ, নামখানা-সহ সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তেও চলছে সতর্কতামূলক প্রচার। উপকূলের এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরানোর কাজ চলছে জোরকদমে। প্রতিনিয়ত আবহাওয়ার গতি-প্রকৃতির উপর নজর রাখছেন প্রশাসনের কর্মীরা। সব মিলিয়ে আরও একটা ঘূর্ণিঝড় মোকাবিলায় পুরোদস্তুর তৈরি প্রশাসন।

{ads}

News Weather Report Cyclone West Bengal Kolkata Sagar Dwip Bangladesh coast Control room Sundarbans South 24 Parganas Relief camp Food Water Purba Medinipur micing Namkhana Kakdwip

Last Updated :