header banner

Weather News: পলাশপ্রিয়ার আগমনে শহর থেকে বিদায় নিচ্ছে শীত! ঊর্ধ্বমুখী তাপমাত্রা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাড়ছে তাপমাত্রা, কমছে শীত। সকালের দিকে কিছুটা শীতের অনুভব, তারপরে বেশ গরম ভাব। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শীত সম্পূর্ণ বিদায় নেয় নি এখনও। 

{link}

আবহাওয়া দপ্তর বলছে, বুধবার পর্যন্ত বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলত চলতি সপ্তাহে স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রার পারদ। সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা হবে উধাও। আবহাওয়া দপ্তর বলছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার গতি বাধা পাচ্ছে। আর কমছে উত্তুরে হাওয়ার দাপট। কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। আবার বুধবার নাগাদ উত্তর-পশ্চিম ভারতে আরেকটি ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। সবকিছুর মিলিত প্রভাবে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোগাবে ঘন কুয়াশা। খুব সকালে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। বাকি কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও।

{link}  

অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। কুয়াশার সতর্কতা জারি রয়েছে। আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের সমতলের জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।

{ads}

Weather Update Bengali News Weather News Today Saraswati Puja Winter Mornings Winter সংবাদ আবহাওয়া শীত শীতকাল

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article