header banner

South Bengal : গোটা সপ্তাহভর দক্ষিণবঙ্গে জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার সত্যি সত্যি দক্ষিণবঙ্গে ( South Bengal) বৃষ্টি আসছে। তবে এখনও তা খুবই অপ্রোতুল। 'শ্রাবণের ধারা' বলতে যা বোঝায় তার ধারে কাছে নেই। তবুও আবহাওয়া অফিস একটা শুভ বার্তা সামনে এনেছে। গত দুদিনের তুলনায় আজ আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় জারি হয়েছে সতর্কতাও (warning)। আজ কোন কোন জায়গা ভিজবে? কোথাও ভারী বৃষ্টি? জানুন মঙ্গলবারের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

{link}

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই সমস্ত জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সমস্ত জেলায় ইতিমধ্যেই জারি হয়ে হলুদ সতর্কতা। এছাড়াও আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস। এরপর বুধবার, বৃষ্টি হবে কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

{link}

হাওয়া অফিস জানাচ্ছে, গোটা সপ্তাহভর দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসলেও এখনও তার রেশ রয়ে গেছে। আজ উত্তরবঙ্গের কালিম্পং (Kalimpong) এবং আলিপরুদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আর ভারী বৃষ্টির আপাতত  কোনো সম্ভাবনা নেই।

{ads}

News Breaking News Weather Report Weather Update West Bengal South Bengal Rain Monsson warning Kolkata Howrah Jhargram Purulia Kalimpong সংবাদ

Last Updated :