শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : খাতায় কলমে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি হচ্ছে। কিন্তু বাস্তবে ধারা বর্ষানের কোনো লক্ষণ নেই। ছড়িয়ে ছিটিয়ে কিছু বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু মুসল ধারায় বৃষ্টি বলতে যা বোঝায় তা হচ্ছে না। ফলে যথেষ্ট গরম দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতে আজ আলিপুর আবহাওয়া দপ্তর নতুন কোনো বার্তা দিতে পারলো না। আলিপুর হাওয়া অফিস সকালের বুলেটিন জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বর্ষণের সম্ভাবনা আজ নেই।
{link}
সপ্তাহের শুরুর দিনই ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়াও কলকাতা (Kolkata) সহ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস এই বার্তাও দিয়েছে যে, মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
{link}
ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ২৮-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে আবার মেঘের সঞ্চার ঘটেছে। তার ফলে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায়। অন্যান্য জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
{ads}