header banner

সোমবারেও দার্জিলিঙে তুষারপাত, ফিরে আসা শীতের আমেজে রয়েছে আরও বরফ পড়ার সম্ভাবনা

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ: দক্ষিণবঙ্গে চলছে ভারী বর্ষণ, অপরদিকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে লাগাতার তুষারপাত অব্যাহত। রবিবারের পরে সোমবারেও দার্জিলিঙে তুষারপাত হয়েছে। রবিবার দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুট সহ আরো বেশ কিছু জায়গায় ব্যাপক তুষারপাত হয়। তুষারে চাঁদের ঢাকা পড়ে বিস্তীর্ণ এলাকা। উঁচু জায়গায় তুষারপাতের কারণে পাহাড়ে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিতে আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল।

{link}

উল্লেখ্য বিষয়, সোমবার সকাল থেকেই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সহ বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। তুষারপাতের কারণে এদিন যান চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গেছে। একদিকে তুষারপাত অপরদিকে ভারী বৃষ্টিপাতের কারনে শৈল শহরের তাপমাত্রা একেবারেই নিম্নমুখী। এই সময় যারা দার্জিলিঙে রয়েছেন সেই সমস্ত পর্যটকরা চুটিয়ে তুষারপাত উপভোগ করছে। শুধু পাহাড় নয় তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে সমতল এলাকাগুলোতে শীতের আমেজ ফিরে এসেছে। সিকিম আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো হয়েছে এরকম আবহাওয়া আরো কিছুদিন চলবে, আবারো সান্দাকফুতে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে খবরে রীতিমতো খুশি পর্যটকেরা। 

{ads}

news Darjeeling North Bengal snowfall weather West Bengal সংবাদ

Last Updated :