শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দশ জেলাতে। দীঘা শংকরপুর মন্দারমনি সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,কলকাতা,হাওড়া হুগলি,বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
{link}
আজ বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল। গ্রামীণ নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা সাত জেলাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় (Kolkata) আজ ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।
{link}
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পূবালি বাতাসের জেরে নিম্নচাপটি উত্তর-পূর্বে ঘুরে যেতে বাধা পাচ্ছে যার ফলে পরবর্তী সময়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে সামান্য ঘুরতে পারে। আজ সারাদিন মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ গাঙ্গেয় জেলায়। বিকেলের পর থেকে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টির দাপট বাড়বে সাথে দমকা অথবা ঝোড়ো বাতাস। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বর্ষণ সাথে কলকাতা ও লাগোয়া জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা,দুই 24 পরগণাও।দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও মাঝারি অথবা ভারী বর্ষণের সম্ভাবনা।
{ads}