শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দুই বঙ্গেই বৃষ্টির প্রবল সম্ভাবনা। গরম কিছুটা হলেও কমেছে। যদিও বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় অস্বস্তি অনেকটা রয়ে গেছে। এই পরিস্থিতিতেই সপ্তাহের প্রথম দিন, সোমবার আলিপুর আবহাওয়া অফিস তাদের ফোরকাস্ট প্রকাশ করেছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) দুই বঙ্গেই বজ্রপাত ও বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস।
{link}
বেশ কিছুদিন থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পাশাপাশি থাকবে দমকা ঝোড়ো হাওয়া। সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির এবং বজ্রপাতের হলুদ সর্তকতা জারি রয়েছে। মোটামুটি সব জেলাই ভিজবে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এরপর বুধবার ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে। হলুদ সর্তকতা জারি করা করেছে আবহাওয়া দপ্তর।
{link}
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ সপ্তাহভর জারি থাকবে বৃষ্টির সিলসিলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে মূলত বিহার এবং বাংলাদেশের উপরে থাকা উচ্চচাপ বলয়ের জেরে বঙ্গোপসাগরের থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ ঢুকছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে (North Bengal Weather) বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের সব জেলাতেই বুধবার ফের বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।
{ads}