শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তাপমাত্রা কমেই চলেছে। এ বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতিযোগিতা করে দক্ষিণের শীতলতা বাড়বে। আবহাওয়া অফিস আবেই জানিয়েছিল যে এবছর ভালো শীত পড়বে। সেই ইঙ্গিতই মিলেছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমবে চলতি সপ্তাহে।
{link}
বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২- ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস। পরবর্তী তিন দিন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে মতো জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। আগামী দু-দিনে দক্ষিণবঙ্গের পশ্চিমের সব জেলাগুলিতে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। শুষ্ক আবহাওয়ায় আরও নামবে তাপমাত্রা। তবে আপাতত তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে শীত পড়তে পড়তে ডিসেম্বর হয়ে যাবে বলে অনুমান। বর্তমানে তাপমাত্রা একধাক্কায় কমায় হালকা শীতের আমেজ রয়েছে বঙ্গজুড়ে। অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার দাপট অধিক লক্ষ্য করা যাবে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না।
{ads}