header banner

Weather Update: মকর সংক্রান্তির আগে শহরে ফের নিম্নমুখী তাপমাত্রা! আরও নামবে পারদ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার তাপমাত্রা কমতে শুরু করেছে। এবার সামনেই সংক্রান্তি। সংক্রান্তিতে তাপমাত্রা কিছুটা নামবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে নামবে সর্বনিম্ন তাপমাত্রা। কোথায় কতটা পারদ পতন? মকর সংক্রান্তির আগে দেখে নিন সম্পূর্ণ ওয়েদার আপডেট।

{link}

  আপাতত চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দুই দিনে আরও কিছুটা শীত বাড়বে দক্ষিণবঙ্গে। জাঁকিয়ে শীতের আমেজ ফিল হবে পৌষ সংক্রান্তিতেও। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।হাওয়া অফিস বলছে শীতের ভরপুর আমেজ গোটা সপ্তাহ জুড়ে বজায় থাকবে বলে পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাবে কুয়াশাও। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। এর মধ্যেই উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকতে পারে। আগামী সাত দিন কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না।

{link}

  অন্যদিকে আজ কোচবিহার ও উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে যম ঠান্ডা আপাতত কমার পূর্বাভাস নেই। আরও কিছুদিন জোরদার ব্যাটিং করবে শীত। আগামী পাঁচ দিন কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উপরের দিকের জেলাগুলিতে কুয়াশার পাশাপাশি শীত বেশি থাকবে। 

{ads}

Weather Weather News Weather Breaking West Bengal Atmosphere Temperature Bengali News সংবাদ আবহাওয়া শীত শীতকাল

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article