header banner

Winter: পাল্টাচ্ছে শীতের চরিত্র! কালিংপং এর থেকেও বেশি শীত পড়ছে পশ্চিমের জেলাগুলিতে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মানেই শীতের হীমেল পরশ। কিন্তু সময়ের সঙ্গে শীতের চরিত্রটাই যাচ্ছে পাল্টে। সাধারণভাবে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শীত পড়ে উত্তরবঙ্গের এলাকাগুলিতে। কিন্তু, সেই চিত্রে পরিবর্তন লক্ষ্যণীয় হচ্ছে। এবার উত্তরবঙ্গের কালিংপং -এর থেকেও বেশি ঠান্ডা পড়ছে পশ্চিমের কয়েকটি জেলায়। রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে শীতের আমেজ। নভেম্বরের মাঝামাঝি পৌঁছাতেই ভোর ও রাতের হাওয়ায় কনকনে ঠান্ডার স্পর্শ স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার পারদ এখন পাহাড়ি জেলা কালিম্পংয়ের থেকেও কম। বুধবার গভীর রাতে কালিম্পংয়ে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, অথচ বীরভূমের সিউড়িতে তা নেমেছে ১৪.২ ডিগ্রিতে। পুরুলিয়ায় রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি, বাঁকুড়ায় ১৫.১ এবং কল্যাণীতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা, শুকনো হাওয়া বইছে, যা দক্ষিণবঙ্গে এনে দিয়েছে শীতের আমেজ।

{link}

উত্তরবঙ্গে ঠান্ডার ধরণ যদিও ভিন্ন, দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে বাতাসে আর্দ্রতার প্রভাব বেশি থাকায় শীতের তীব্রতা আলাদা রকমের। কলকাতাতেও (Kolkata) এখন পারদ নেমে এসেছে ২০ ডিগ্রির নীচে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন প্রায় ১৭ ডিগ্রি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কুয়াশা বাড়বে, যা শীতের উপস্থিতি আরও প্রকট করে তুলবে। বর্তমানে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপটও ক্রমশ বাড়ছে।

{ads}

West Bengal Winter Winter Mornings West Bengal Weather Weather Update Bengali News Winter Climate Change আবহাওয়া খবর পশ্চিমবঙ্গ শীত

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article