শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দ্রুত তাপমাত্রা নামছে। কলকাতা (Kolkata) সহ সমস্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নোমে গেছে।আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দু'দিনে কলকাতার তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে! হু হু করে নামছে পশ্চিমের জেলার পারদ। ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে এখন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। রাজ্যে জাঁকিয়ে শীতের স্পেল। চলবে রবিবার পর্যন্ত।
{link}
এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বাঁকুড়া, পুরুলিয়ায় একেবারে কনকনে ঠান্ডা। আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অবাধ উত্তুরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ। ঠান্ডায় ইতিমধ্যেই উত্তরের জেলাগুলিকে টেক্কা দিতে শুরু করেছে পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম। সপ্তাহান্তে আরও কিছুটা কমবে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে।
{link}
ফলে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তুরে হাওয়া ঢুকতে আর কোনও বাধা নেই। সকালের দিকে ঘন কুয়াশা। দৃশ্যমানতার অভাব। অন্যদিকে ঘন কুয়াশার দাপট অব্যাহত দার্জিলিং-সহ উত্তরবঙ্গে। ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা। কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৬ সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৬ শতাংশ।
{ads}