শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এবার গরম সোজা উর্দ্ধমুখী। বেশ কয়েকদিন মনোরম আবহাওয়া ছিল। মঙ্গলবার থেকে উষ্ণতা বাড়া শুরু করেছে। এই যাত্রা অব্যাহত থাকবে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উইকেন্ডে কলকাতায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে গোটা রাজ্যেই।
{link}
তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে চলতি সপ্তাহে। আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়লেও সকাল ও সন্ধ্যায় মনোরম পরিবেশই থাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
{link}
আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুইই স্বাভাবিকের উপরে থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের (North Bengal Weather) কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার ও সোমবার শুধুমাত্র দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
{ads}