header banner

Weather News : ঈদের দিন বাড়বে গরম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিনে আরও গরম হতে চলেছে, এবং দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, এ সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। এই তাপপ্রবাহের প্রভাব পড়বে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বিশেষ করে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এই অঞ্চলগুলিতে গরম পরিস্থিতি আরও তীব্র হবে। 

{link}

বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে, এবং কলকাতাতেও তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ ধরনের তাপপ্রবাহের ফলে মানুষকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। গরমের কারণে বিশেষ করে শ্রমজীবী মানুষদের বাইরে বেরোতে হলে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। 

{link}

এদিকে, উত্তরবঙ্গে তাপমাত্রা সাধারণত দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কম হলেও, কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এর ফলে তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাতে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পার্থক্য আসবে না। এমন পরিস্থিতিতে, আগামী কিছু দিন গরমের সাথে সাথেই বৃষ্টির আশাও দেখা যাচ্ছে, তবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য গরমের ধাক্কা আরও তীব্র হতে পারে। বিশেষ করে ঈদের দিনও গরম বাড়বে এবং ‘হট ডে’ পরিস্থিতি আরও বৃদ্ধি পাবে। তাই ইদের আনন্দের মধ্যে গরমের তাপ থেকে বাঁচার জন্য সবার জন্য প্রস্তুতি নেওয়া জরুরি।

{ads}

News Breaking News West Bengal Weather News Weather Report Weather Update Kolkata সংবাদ

Last Updated :