শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : নিম্নচাপের প্রভাব কাটলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধ হয়নি। কারণ নিম্নচাপ সরলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে।আবহাওয়া দপ্তর বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
{link}
ভারী বৃষ্টির সেভাবে পূর্বাভাস নেই। কলকাতা (Kolkata), উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও মেদিনীপুরে। এদিন বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওযার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, বৃষ্টির পরিমাণ কমবে আজ থেকেই।
{link}
তবে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। আগামীকাল থেকে বৃষ্টির দাপট কমলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত থাকবে।
{ads}