শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সকালের দিকে বেশ কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ বাড়ছে। শীত প্রায় উধাও বললেই চলে। তবে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ শীতের আমেজ একটু থাকবে। শনিবার আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে প্রথম সপ্তাহে শীতের স্পেল চওড়া হলেও তা হবে ক্ষণস্থায়ী। আগামী মাসের মাঝামাঝি সময় থেকেই একেবারে বিদায় নেবে শীত।
{link}
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫.৬ ডিগ্রি বেশি। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এক ধাক্কায় বেড়ে গিয়েছে তাপমাত্রার পারদ। উত্তুরে হওয়ার পথে আবার বাঁধা হয়ে দাঁড়াতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। জানা যাচ্ছে, আগামী দিনে নতুন করে বাংলায় (South Bengal Weather) ঢুকতে পারে আরও পশ্চিমী ঝঞ্ঝা। হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছে এবার সরস্বতী পুজোতেও গায়েব থাকবে শীতের আমেজ। এরইমাঝে চোখ রাঙাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা। তাহলে এবার কি বৃষ্টিতে পন্ড হবে পুজো?
{link}
জানা যাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) থাকবে শুকনো আবহাওয়া। তবে বৃষ্টি না হলেও, দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে কুয়াশার সতর্কতা। কুয়াশায় মুড়তে চলেছে কলকাতা,হাওড়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা,ঝাড়গ্রাম, নদীয়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলা। সকালের দিকে কুয়াশার কারণে কমে যেতে পারে দৃশ্যমানতা। অন্যদিকে ঘন কুয়াশার দাপট থাকবে বাঁকুড়া,বীরভূম,বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে ফেব্রুয়ারি মাসের শুরুতে উত্তরবঙ্গেও অধিকাংশ জেলায় থাকবে শুকনো আবহাওয়া। তবে শৈলশহর দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর,মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা থাকতে পারে।
{ads}