শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শ্রাবণ শেষের দিকে। কিন্তু বর্ষা এক্ষুনি বিদায় নিচ্ছে না। থাকবে আরো কিছুদিনের জন্য। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে।
{link}
সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সব জেলাই হালকা ভিজতে পারে। শহর কলকাতাতেও আজ তাপমাত্রা বাড়তে পারে।
{link}
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোচবিহার এবং দার্জিলিঙেও ভারী বৃষ্টি হবে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধ্বস নামার আশঙ্কাও রয়েছে।
{ads}