শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শনিবার বৃষ্টি ভিজেছে বাংলার অনেক জেলা। রাতে প্রবল কুয়াশায় অন্ধকার হয়েছিল দূরের রাস্তা। সকালের দিকেও ছিল অনেকটা কুয়াশা। বেলা বাড়তেই ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছে। রবিবার আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, গতকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস ছিল। সকাল থেকেই ভিজেছে বেশ কয়েকটি জেলা।
{link}
দিনভর টুপটাপ চলেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বদল ঘটবে। ইতিমধ্যেই বৃষ্টি থেমেছে। সেই সঙ্গেই কিছুটা পারদ পতনও হয়েছে। ফলে তিলোত্তমা সহ রাজ্যের জেলাগুলিতে আবারও শীতের আমেজের অনুভূতি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal) জেলাগুলির রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। একধাক্কায় ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে।
{link}
আবার শীতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর অবধি দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত একটি সুস্পষ্ট নিম্নচাপের জেরেই ভরা ডিসেম্বরে বৃষ্টিতে ভিজেছে বাংলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী ২৭ ডিসেম্বর অবধি উত্তরবঙ্গের জেলাগুলিও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ বড়দিনের দিনও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, হাড়কাঁপানো ঠাণ্ডা না থাকলেও ১৩-১৫ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে।
{ads}