শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আজ সোমবার যখন সারা দেশের মানুষ তাকিয়ে আছে আর জি কর কান্ড নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দিকে তখন আলিপুর আবহাওয়া দপ্তর জানালো এবার ভারী বৃষ্টির দিন এগিয়ে আসছে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ওড়িশা (Odisha) বাংলা উপকূলের দিকে এগিয়ে আসছে। আজ, সোমবার দুপুরের মধ্যে এটি ওড়িশার পুরীর (Puri) কাছাকাছি স্থলভাগে প্রবেশ করবে অতি গভীর নিম্নচাপ রূপে।
{link}
এর প্রভাবেই দক্ষিণবঙ্গে (South Bengal) আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় (Kolkata) ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়। দিনভর মেঘলা আকাশ এবং আবহাওয়ার পরিবর্তন (Weather changes) হওয়ার সম্ভাবনা। সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
{link}
মৎস্যজীবীদের (Fishermen) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। দীঘায় (Digha) ঢেউ উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল। আজ, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবার উত্তরবঙ্গ (North Bengal) সম্পর্কে হাওয়া অফিস জানাচ্ছে,ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। তবে মালদা, জলপাইগুড়িতে হাল্কা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
{ads}