শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রতিদিন কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। ফলে উষ্ণতা কিছুটা কমেছে। আগামী আরও কয়েকদিন মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ, বুধবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।
{link}
ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। আগামীকাল বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে ঝোড়ো হাওয়া পারে। আজ কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে।
{link}
ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই তাপমাত্রা কমেছে। আপাতত অস্বস্তিকর গরম ফিল হবে না। তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও। তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কমই থাকবে। অন্যদিকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
{ads}