শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আজ মকর সংক্রান্তি! জমে উঠেছে উৎসব । তবে সামান্য হলেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে । আগামী কাল থেকে আবারও শুরু হবে কনকনে উত্তুরে বাতাস। অর্থাৎ জাঁকিয়ে শীত থাকবে মাঘের শুরুতেও।
{link}
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মকর সংক্রান্তি থেকে ফের সক্রিয় হবে উত্তুরে হাওয়া। নামবে পারদও। বঙ্গজুড়ে আপাতত থাকবে ঠান্ডার দাপট। গোটা দক্ষিণবঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকার সম্ভাবনা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে শীতের কামড় বেশি অনুভূত হবে। আবহাওয়া দপ্তর বলছে আজ বুধবার থেকে পারদ আরও কিছুটা নিম্নমুখী হতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। অধিক কুয়াশার সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলাগুলিতে কুয়াশা বেশি থাকার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া।
{link}
অন্যদিকে উত্তরের জেলাগুলিতে ঠান্ডার পাশাপাশি রয়েছে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার অধিক সম্ভবনা রয়েছে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আগামী পাঁচ দিন কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে।
{ads}