শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। কোথাও কোথাও অল্প বৃষ্টি শুরু হয়েছে। বুধে বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট,বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ রয়েছে। যে কারণে আজ রাজ্যজুড়ে ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ, কমবেশি সর্বত্র দেখা যাবে এক চিত্র। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (yellow alert)।
{link}
আজ দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষণের পূর্বাভাস রয়েছে। প্রত্যেকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও সব জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস নেই। হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমের একটি অথবা দু’টি অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যান্য যেতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। হাওয়া অফিস আরও জানচ্ছে, বৃহস্পতিবারও ভিজবে দক্ষিণবঙ্গ। আগামীকাল পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গেই দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
{link}
কারণ ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। অন্যদিকে উত্তরের আকাশেও জমেছে কালো মেঘ। তাই বৃষ্টি থেকে নিস্তার নেই উত্তরবঙ্গেরও। উত্তরের সকল জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরে বৃষ্টি বাড়বে। সেদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে বুধবার বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা।
{ads}