শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এখন পর্যন্ত সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ আছে। এদিকে দুয়ারে দোল উৎসব। সেই ঠান্ডার আমেজ এবার উধাও হতে চলেছে। আলিপুর আবহাওয়া অফিস আজকের রিপোর্টে জানিয়েছে, এমন পরিস্থিতি খুব শীঘ্রই কাটতে চলেছে। ধীরে ধীরে বাড়ছে গরম। গ্রীষ্মের দাবদাহের পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে। দক্ষিণবঙ্গ জুড়ে গরম বাড়বে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
{link}
এমনকী আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস। ফলে এবার দোল এবং হোলি উষ্ণ হতে চলেছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে আবার কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা। সোমবার একাধিক জেলার তাপমাত্রা প্রায় ৩০ এর কাছাকাছি ছিল বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এমন ট্রেন্ড বজায় থাকবে। এমনকী পরিস্থিতি যা তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি পৌঁছে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সামনেই দোল। সেই সময় গরমের অনুভূতি ভালোই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
{link}
অন্যদিকে উত্তরবঙ্গের মানুষের জন্য স্বস্তির খবর। তবে রঙের উতসব মাটি হতে পারে বৃষ্টিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।, আগামী ৪৮ ঘণ্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস। এমনকী আগামী ১৪ মার্চ অর্থাৎ দোলের দিনেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ব্রিশঝটি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।
{ads}