header banner

Weather News : এবছর বেশ জমিয়ে পড়বে শীত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পারে গেলো কিন্তু সেই অর্থে শীতের (winter) দেখা নেই। সকালের দিকে একটা হাল্কা উত্তুরে হাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। এরমধ্যে আবার নতুন নিম্নচাপের বার্তা। আজ সকালে আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, সকাল ও রাতের দিকে হালকা শিরশিরানি হলেও আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের দেখা মিলতে কিছুটা দেরি আছে। কবে শীত হানা দিতে পারে সেই বিষয়েও আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

{link}

তবে শীত যে এবছর বেশ জমিয়ে পড়বে তা আগেই জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝিতেই নামবে তাপমাত্রার পারদ। তার আগে আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে শীতের আগমনের সময়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই কারণে একটা বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে।

{link}

মূলত উপকূলের ৩ জেলায় বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। ১০ তারিখ শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের (North Bengal Weather) কোথাও। দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রবিবার হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে সোম ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এরই মধ্যে পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

{ads}

News Breaking News Weather News Weather Report Weather Update সংবাদ

Last Updated :