header banner

বন্ধু বুরেভি অনেক দূরে তাই তো শীত এত কাছে

article banner

আবার শীত তাঁর পুরানো ছন্দে , বছরের শেষ মাসের প্রথম দিনে জাঁকিয়ে পড়ল শীত । আকাশে মেঘ নেই , সূর্যের প্রভাব তীব্র আর তাঁর সঙ্গেই প্রভাবমান ফুরফুরে হাওয়া । 
কলকাতায় তাপমাত্রা আজ ১৫ ডিগ্রির  কাছাকাছি। জেলায় জেলায় আরো নামবে পারদ।আজ কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ সকালে তাপমাত্রা ১৫.৪ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ ।{ads} 
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় বুরেভি। মলদ্বীপের দেওয়া নাম। আপাতত গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এটি প্রথমে শ্রীলঙ্কা উপকূলে বুধবার রাতে আছড়ে পড়বে। এরপর তা কমোরিন এরিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যের প্রভাব ফেলবে। দক্ষিণ তামিলনাডু ও  দক্ষিণ কেরালার বেশকিছু জেলা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা। এর সরাসরি কোনো প্রভাব পড়বে না বাংলায়।{ads}
 

Thunder storm Winter Bay Of Bengal Temperature Decreasing Kerala

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article